নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী আসামি বদরুজ্জামানকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপরদিকে তার আইনজীবী জামিনের প্রার্থনা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানী মিরপুর এলাকার বাসায় সোমবার ভোরে অভিযান চালিয়ে বদরুজ্জামানকে গ্রেপ্তার করে দুদক। এ নিয়ে ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। অপর তিন আসামি হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন। এরা তিনজন জামিনে রয়েছেন।
মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন পর্যায়ের নিয়োগে কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালে এক ব্যক্তি মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ বা সরকারের ক্ষতি করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠান। মামলাটি তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী।