
সচিবালয় প্রতিবেদক : জাতীয় যুব নীতি আইন ২০১৭ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত ৩৪ চুক্তির খসড়া এবং বাংলাদেশ ও কাতারের দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি রোধসংক্রান্ত চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়।