
নিজস্ব প্রতিবেদক : আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২২ জন সফল আত্মকর্মী যুবক ও পাঁচ সফল যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার-২০১৭ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় যুব দিবস-২০১৭ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য যুব মহিলা, যুবক, অটিস্টিক যুবক, বিশেষ চাহিদা সম্পন্ন যুবকসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের বিভিন্ন ক্যাটাগরিতে ৫৫ হাজার থেকে ৪০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ওসমানী মিলনায়তনে পুরস্কারপ্রাপ্ত যুবক ও যুব নারীর উৎপাদিত পণ্যের প্রদর্শনী করা হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এ প্রদর্শনী পরিদর্শন করবেন বলে জানান তিনি। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়াসচিব মো. আসাদুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।