জাতীয় রোভার মুটের চ্যালেঞ্জিং কার্যক্রম অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অনুষ্ঠিত একাদশ জাতীয় রোভার মুটের তৃতীয় দিনে রোভার স্কাউটদের নানা রকম চ্যালেঞ্জিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ সব কর্মসূচিতে অংশগ্রহণ করে রোভার স্কাউটরা স্বাস্থ্যরক্ষা, নিজ বসবাসের পরিবেশ উন্নয়ন, নদীমাতৃক বাংলাদেশে দুর্যোগময় প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার দক্ষতা অর্জন করেন।

এ ছাড়া শুক্রবার দুপুরে একাদশ জাতীয় রোভার মুটের বঙ্গবন্ধু মেইন এরিনায় টপ এচিভার্স গ্যাদারিং অনুষ্ঠিত হয়। এতে স্কাউটিংয়ের তিন শাখায় সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জনকারী প্রাক্তন কাব, স্কাউট, রোভার স্কাউটরা যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা আবদুল করিম।

জাতীয় কমিশনার রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের সহসভাপতি হাবিবুল আলম বীর প্রতীক, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. আহমদ কায়কাউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আফজাল হোসেন।

চ্যালেঞ্জিং কার্যক্রমের মধ্যে ছিল সুস্থ দেহ সুন্দর মন, আমরাও পারি, বাধা পেরিয়ে, জল তরঙ্গ, আনন্দ খেলা, অজানার পথে, যাব বহুদূর, আমার সময়, আমার দক্ষতা এবং সবশেষে তাবু জলসা।

এরই সঙ্গে দেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি বিজ্ঞান, ও প্রযুক্তি উৎকর্ষ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে সক্ষম হন। দেশের ৮৭৭টি কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মুক্ত রোভার দলের প্রায় ১০ হাজার রোভার স্কাউট ছাড়াও প্রতিবেশী বন্ধুপ্রতিম রাষ্ট্র নেপালের ২২ সদস্যের স্কাউট প্রতিনিধি দল রোভার মুটে অংশগ্রহণ করে।আগামী ৩১ জানুয়ারি মহাতাবু জলসার মধ্য দিয়ে রোভার মুটের সমাপ্তি হবে।