জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে উচ্চাঙ্গ সংগীত সম্মেলন

নিউজ ডেস্ক : জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে উচ্চাঙ্গ সংগীত সম্মেলন। সময়টা ১৯৯৪ সালের মাঝামাঝি। ছায়ানট সংগীত বিদ্যায়তনের একজন কণ্ঠসংগীত শিক্ষার্থী হিসেবে সন্ধ্যায় গিয়েছি উচ্চাঙ্গ সংগীত সম্মেলনে। দর্শক শ্রোতা তেমন নেই। এ ধরণের আয়োজনে আমার প্রথম যাওয়া। সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানের শুরুতে মিলনায়তনের ভেতরে চলছিলো বক্তৃতাপর্ব। আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম আমার শিক্ষক উস্তাদ মহিউদ্দীন শ্রীপুরীর সাথে। এর মধ্যেই একটা প্রাইভেট কার এসে দাঁড়ালো মিলনায়তনের সামনে। গাড়ী থেকে নামলেন একজন বর্ষীয়ান নারী।

দেখলাম আমার ওস্তাদজী ত্রস্ত হয়ে উঠলেন। একরকম তড়িৎ বেগে এগিয়ে গেলেন তার দিকে। মিষ্টি চেহারার রাশভারী একজন নারী, অতি সাধারণ শাড়ী পড়া। ব্যক্তিত্ব যেন ঠিকরে পড়ছে। তার আগমন শিল্পকলা একাডেমির খোলা প্রাঙ্গণের সব আলোকে ম্লান করে দিলো। আমি একেবারেই তরুণ, সাংবাদিকতা পেশায় প্রতিষ্ঠিত কিন্তু অনুষ্ঠানে গিয়েছি শ্রোতা হিসেবে। ওস্তাদজী তার সাথে কুশল বিনিময় করলেন। ততক্ষণে অন্যদের সাথে এগিয়ে এসেছেন ছায়ানটের উচ্চাঙ্গ সংগীত শিক্ষক ও ধ্রুপদী কণ্ঠশিল্পী ওস্তাদ সঞ্জীব দে, যার বাবা প্রখ্যাত তবলা বাদক উস্তাদ মিথুন দে। কুশল বিনিময় করে তারা এগিয়ে গেলেন মিলনায়তনের দিকে। আমি বিষ্ফোরিত চোখে দেখছিলাম একজন অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন নারীকে। আমার মন বলে দিল, তাকে যে প্রথম দেখবে তারই মনে হবে, এই বুঝি আমার মা।

তারা মিলনায়তনের ভেতরে গেলেন, বাইরে রয়ে গেলেন ওস্তাদ মহিউদ্দীন শ্রীপুরী। আমি তার কাছে এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, ইনি কে ? ওস্তাদজী বললেন, অধ্যক্ষা জয়া পতি সাহা। আমি ওস্তাদজীর মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, বলতে গেলে বলতে হয় টাঙ্গাইলের মির্জাপুরের রাজকন্যা। দানবীর রণদা প্রসাদ সাহার ছোট মেয়ে, ভারতেশ্বরী হোমসের প্রাক্তন অধ্যক্ষা। সংগীত প্রেমী; দেখো না, উচ্চাঙ্গ সংগীতের আসরে এসেছেন।

সেই প্রথম দেখলাম শ্রীমতি জয়া পতি সাহাকে, দূর থেকেই। আমার মনে গেঁথে গেলেন তিনি। এই বেলা তার সাথে পরিচিত হতে পারলাম না, এ কারণে আফসোস তৈরি হলো। সেদিন আর তার কাছে যাওয়ার সুযোগ হয়নি।

কিন্তু সুযোগ এলো, দু’বছর পরে। নারায়ণগঞ্জে, কুমুদিনী ট্রাস্টের কার্যালয়ে দেখা হলো তার সাথে। সাংবাদিকদের একটি দলের সাথে সেখানে গিয়েছিলাম। সাংবাদিকতা পেশা সম্পর্কে তার স্বচ্ছ ধারণা, এই পেশার প্রতি তার শ্রদ্ধা ও মনোভাব আমাকে মুগ্ধ করেছে। মৃদুস্বরে অত্যন্ত সুন্দর করে কথা বলেছেন তিনি। আমরা দেখলাম মেয়েরা কাপড়ে বাটিক ও ব্লকের কাজ করছে।

নারায়ণগঞ্জে কুমুদিনী ট্রাস্টের কার্যালয় ও নকশা কেন্দ্রে অনেকক্ষণ ছিলাম। সেখানেই জানতে পেলাম শ্রীমতি জয়াপতি সাহাকে সবাই সম্বোধন করেন ছোটদিদি বা ছোটদি বলে। তিনি সবার প্রিয় ছোটদিদি।

সেই ছোটদি সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন চিরতরে। ৯ অক্টোবর (২০১৬) লন্ডনে বারনেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। জন্মস্থান মির্জাপুরে শনিবার (১৭ অক্টোবর, ২০১৬) লৌহজং নদীর তীরবর্তী সমাধিক্ষেত্রে তার মা কিরণ বালা দেবীর সমাধিস্থলে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

নারায়ণগঞ্জে কুমুদিনী ট্রাস্টের কার্যালয়ে তাকে দেখেছি নিজের এলাকা মির্জাপুরের জন্য তার মনের কত টান। কেবল মির্জাপুর বললে ভুল হবে, দেশের নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য তার আকাঙ্খার প্রকাশ ঘটেছে প্রায় প্রতিটি কথায়। মাতৃভূমির প্রতি নিজের দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন দেখা গেছে তাকে। এটা অবশ্যই নতুন প্রজন্মের জন্য শিক্ষনীয়।

শ্রীমতি জয়া পতি সাহা ১৯৩২ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহুকমার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। ১৯৫৬ সালে তিনি তার বাবার প্রতিষ্ঠা করা মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৬৪ সাল পর্যন্ত তিনি এখানে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি লণ্ডনে চলে যান এবং স্বামী ডা. বিষ্ণুপদ পতির সঙ্গে সেখানেই ছিলেন। ১৯৭০ সালে রনদা প্রসাদ সাহা অসুস্থ হয়ে পড়লে তিনি দেশে আসেন। তার স্বামী ডা. বিষ্ণুপদ পতিও দেশে চলে আসেন। ডা. বিষ্ণুপদ পতি ছিলেন মির্জাপুর কুমুদিনী হাসপাতালের সুপারিন্টেনডেন্ট। ঝুমুর পতি নামে তাদের এক মেয়ে ও বীর বাহাদুর পতি নামে এক ছেলে আছে।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা রনদা প্রসাদ সাহা এবং ভাই ভবানী প্রসাদ সাহাকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা তুলে নিয়ে যায়। তাদের খোঁজ আর পাওয়া যায়নি। সেই কষ্টকে বুকে চেপে বাবার স্বপ্নের প্রতিষ্ঠান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টকে টিকিয়ে রাখার প্রয়োজনে ১৯৭১ সালে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তিনি সব সময় নারীকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ব্যস্ত থেকেছেন।

স্বাধীনতা যুদ্ধের সময় দেশের জন্য তার অবদান অসামান্য। বাবা ও ভাইকে পাকিস্তানি সেনারা তুলে নিয়ে যাওয়ার পরও অনেক ঝুঁকি নিয়ে আহত মুক্তিযোদ্ধাদের গোপনে চিকিৎসা ও অন্যান্য সাহায্য দিয়ে গেছেন।

বলতে গেলে পরিণত বয়সেই চলে গেছেন শ্রীমতী জয়া পতি সাহা। তারপরও তার মৃত্যু অপুরণীয় ক্ষতি। তার ঐকান্তিক প্রচেষ্টায় অনেক কর্মসংস্থান হয়েছে, বহু নারী স্বাবলম্বী হয়েছেন। তিনি এ দেশের নারী জাগরণের ক্ষেত্রে চিরকাল অনুসরণীয় হয়ে থাকবেন।