‘জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করতে হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ,জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। র‍্যাবসহ আইন শৃঙ্খলাবাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা ছাড়াও আইন শৃঙ্খলাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় শোক দিবসের সারা দেশের কোনো অনুষ্ঠানে মাস্ক পরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। কোভিড-১৯ প্রতিরোধে জাতীয় শোক দিবসের সকল অনুষ্ঠানস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ রইলো। জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেদিন ট্রাফিক নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেয়া হবে। ঢাকার বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের সময় নিশ্চিদ্র নিরাপত্তা বব্যবস্থা নিশ্চিত করা হবে। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এছাড়াও জাতীয় শোক দিবসে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানস্থলে অগ্নি নির্বাপক যন্ত্রসহ প্রয়োজনীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি,অঅ্যাম্বুলেন্স এবং যেখানে যা প্রয়োজন ডুবুরিসহ উপস্থিত থাকবে।

তিনি বলেন,সারাদেশে জাতীয় শোক দিবসের সব অনুষ্ঠানে র‍্যাবের টহল থাকবে। সব অনুষ্ঠান গোয়েন্দা নজরদারির আওতায় থাকবে। অনুষ্ঠানে নিরবচ্ছিন বিদ্যুৎ সেবা ও প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা থাকবে।

এবার জাতীয় শোক দিবসের কর্মসূচি সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।