রেজাউর রহমান চৌধুরীঃ আজ ১৫ই আগস্ট সেই কালো দিন, সেদিন শোকে বাক্রুদ্ধ হয়ে গিয়ে ছিলো সারা বাংলাদেশ। আজ জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করবে দিনটি।
১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

জাতীয় শোক দিবসে তুরাগ থানা কৃষক লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষে তুরাগ থানা কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন; আজ বাঙালি জাতির জন্য একটি কালো দিন, আজ স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। তিনি আরো বলেন; যারা বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত ছিলো তাদের মধ্যে এখনো অনেকের বিচার হয়নি, বাকিদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার। “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃতে বাংলাদেশের অগ্রযাত্রাকে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়বোই।”
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান বলেন; ১৯৭৫ সালের এ দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়, সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের দুই কন্যা সকলকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানের কিছু নরপিচ্চাস, তারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে পুরো বাঙালি জাতিকে। তিনি আরো বলেন; সেদিন আমাদের কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রব সেরনিয়াবাতকে হত্যা করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন তুরাগ থানা কৃষক লীগের সভাপতি মোঃ সাজেদুল ইসলাম, তিনি বলেন; আরো কোনো পাকিস্তানী দালালদের এদেশে ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন; আমরা কৃষক লীগ ঐক্যবন্ধভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃতে যেকোন ষড়যন্ত্র রুখে দিবো।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে অনন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন; ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি এস এম লুৎফর রহমান, ঢাকা মহানগর উত্তরের কৃষক লীগের সহ-সভাপতি খায়রুল মোমেন টুটুল, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রানা, তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি হালিম, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফরিদ আহমেদ,তুরাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সুরুজ আলী মাতবর, তুরাগ থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম আজিম,
তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন, তুরাগ থানা কৃষক লীগের সহ সভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম দোলন, তুরাগ থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো নজরুল ইসলাম, তুরাগ থানা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক শামীম হাসান, তুরাগ থানা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন সিকদার, তুরাগ থানা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, তুরাগ থানা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক বকুল হোসেন, তুরাগ থানা কৃষক লীগের যুগ্ন সাধরণ সম্পাদক সামসুল ইসলাম, ৫৪নং ওয়ার্ড আহ্বায়ক মোঃ নাসির, মোঃ সালাউদ্দিন, মোঃ কাউছার আলম, আবু কাওছার, মোঃ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কামাল হোসেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন সংগঠনের নেতারাসহ আরো অনেকে।


