জাতীয় সংসদ নির্বাচনে জার্সি পড়ে নামতে বিএনপির প্রতি আহবান

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জার্সি পড়ে নামতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার দুপুরে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান তিনি।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

মোহাম্মদ নাসিম বলেন, ‘২০১৯ সালে আমরা নির্বাচন করতে চাই। সে লক্ষ্যেই জনগণের জন্য সরকার উন্নয়নকাজ করে যাচ্ছে। জনগণের প্রতি আমাদের আস্থা আছে। তাদের ভোটেই নির্বাচিত হতে চাই। ফাঁকা মাঠে গোল দিতে চাই না। খেলে জিততে চাই।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘খেলার জন্য প্রস্তুত হোন। নির্বাচনের মাঠে জার্সি পড়ে নেমে পড়ুন। আমরাও জার্সি পড়ে নামব। আমাদের জার্সি নৌকা আর আপনাদের (বিএনপি) জার্সি হবে ধানের শীষ। সময় খুব বেশি নেই। নির্বাচন হবে। রেফারি নিযুক্ত হয়ে গেছে। তিনি অত্যন্ত কঠিনভাবে রেফারিং করবেন। ’১৯ সালেই নির্বাচন হবে। আর সেই নির্বাচনে বিএনপিকে মাঠে দেখতে চাই।’

মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াত থাকুক আর না থাকুক বিএনপির চরিত্র একই থাকবে। জামায়াত আর বিএনপির চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি ক্ষমতায় এলে এ দেশ পাকিস্তানের ধারায় চলে যাবে। এটা এ দেশের মানুষ বোঝে, তাই তারা বিএনপিকে ভোট দেবে না।’

বিএনপির সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) বিরোধিতা করা, নির্বাচনে কারচুপির অভিযোগ করা, এগুলো বিএনপির চিরাচরিত অভ্যাস। অতীতে তারা প্রধান নির্বাচন কমিশনার আবু সাঈদের বিরোধিতা করেছিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমানের বিরোধিতা করেছিল আওয়ামী লীগের লোক বলে। অথচ তারা বিএনপির পক্ষেই কাজ করেছিল। বিএনপি নির্বাচনে জিতে যাওয়ার মুহূর্তেও ভোট কারচুপির অভিযোগ করে।’

সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান ছিলেন সুরঞ্জিত। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এতো দক্ষ পার্লামেন্টারিয়ান আমার জীবনে আর দেখব না।’

বিশেষ অতিথির বক্তব্যে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘সংসদীয় গণতন্ত্রের এক ইতিহাস সুরঞ্জিত সেনগুপ্ত। দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে যারা গণহত্যার বিপ্লব করতে চেযেছিল, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ একটি মতবাদ। এই মতবাদকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। সুরঞ্জিত সেনগুপ্তও সেটা মনে করতেন।’

রাষ্ট্রীয় ক্ষমতা খালেদা জিয়ার হাতে গেলে জঙ্গিবাদের উত্থান ঘটবে বলেও মন্তব্য করেন শাজাহান খান।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। অংশ না নিলে তাদের অস্তিস্ব থাকবে না। তবে নির্বাচনকালীন সরকারে তাদের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- মহিবুর রহমান মানিক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, নাট্যকার ড. ইনামুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, রোকেয়া প্রাচী প্রমুখ।