নিজস্ব প্রতিবেদক : ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ।
শনিবার রাজধানীর রমনার মৎস্য ভবন চত্বর থেকে র্যালি বের হয়ে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে শেষ হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমবায়ী সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।
র্যালি শেষে ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা সমবায় পতাকা উত্তোলন করেন।পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়, সমবায় নিবন্ধক মো. মফিজুল ইসলামসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।