
ইসলাম মানুষকে সর্বদা জান্নাত এর পথ দেখায়। ইসলামে রয়েছে এমন কিছু আমল যা মানুষকে খুব সহজেই জান্নাতে পৌঁছে দেয়। হজরত আবু মুসা আশআরি (রা.) বলেন, নবী করিম (সা.) একদিন আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাত এর ভান্ডারের একটি বাক্য বলে দেব? আমি জানালাম, অবশ্যই বলে দিন। তিনি বললেন-
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
উচ্চারণ: লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। – সহিহ মুসলিম: ৭০৪৩
অর্থ: আল্লাহর সাহায্য ছাড়া গোনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে লিপ্ত হওয়া সম্ভব না।
আলেমরা বলেন, বেশি বেশি এ বাক্য পাঠে মানুষের গোনাহ মাফ হয়, ইবাদতের প্রতি ঝোঁক সৃষ্টি হয়। ফলে ওই বান্দা আল্লাহর প্রিয়পাত্র হয়ে উঠে। আর আল্লাহর প্রিয়দের জন্য রয়েছে জান্নাত।