
জাপানের উত্তরাংশের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (৪ অক্টোবর) দেশটির ওপর দিয়ে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হলো।
এদিকে এ ঘটনায় জাপান তার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, দেশটি তার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে এবং উত্তর জাপানে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে।