জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ করছেন

দলের মধ্যে ভাঙন এড়াতে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধানমন্ত্রী নিজেই এক সংবাদ সম্মেলনে রোববার (৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংবাদ সম্মেলনে ইশিবা জানিয়েছেন, তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করবেন।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইশিবা গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন। তবে জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা হারিয়ে তার জোট সংসদের দুই কক্ষের নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই পরাজয়ের ফলে নিজ দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ চাপের মুখে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। পদত্যাগের বিষয়ে এর আগে কথা উঠলেও ইশিবা তাতে কর্ণপাত করেননি, বরং সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কসংক্রান্ত একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করাতেই মনোযোগ দেন।
এরপর গত সপ্তাহে রাজনৈতিক অনিশ্চয়তায় ইয়েন ও সরকারি বন্ডের বাজারে ধস নামলে তার পদত্যাগের বিষয়টি নতুন করে সামনে আসে। এদিকে ইশিবার সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সানায়ে তাকাইচি ও কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। গত বছর এলডিপির নেতৃত্ব নির্বাচনের রানঅফে তাকাইচিকে অল্প ব্যবধানে হারিয়েছিলেন ইশিবা।