
আন্তর্জাতিক ডেস্কঃ নানা কারণে যখন বিপর্যস্ত পৃথিবীর জলবায়ু ঠিক তখনই জাপান সিদ্ধান্ত নিয়েছে পারমাণিক শক্তি কেন্দ্র ফুকুশিমা থেকে ১০ লাখ টনের দূষিত পানি সাগরে ফেলতে চায়। তাৎক্ষনিক এ বিষয়ে নিন্দা প্রতিবাদের ঝড় তুলেছে দক্ষিণ কোরিয়া ও বিশ্বের জলবায়ু সংস্থাগুলো। যদি জাপান এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে সমুদ্রের মৎস সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সামনের দুই বছরের মধ্যে দেশটি এই দূষিত পানি নির্গমনের প্রক্রিয়া শুরু করতে চায় বলে জানানো হয়েছে। কিন্তু জাপান দাবি করছে, দূষিত পানি নির্গমনের প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে প্রায় কয়েক দশক।
এ প্রক্রিয়া সম্পূর্ণের দায়িত্বে থাকবে পারমাণিক শক্তি কেন্দ্রের পরিচালনার দায়িত্বে থাকা টোকিও ইলেক্ট্রিক পাওয়ার।
এ বিষয়ে দেয়া জাপান সরকারের বিবৃতিতে বলা হয়, ‘নিয়ন্ত্রক মানদণ্ডের পরিপ্রেক্ষিতে আসা পরামর্শের পরিপ্রেক্ষিতে আমরা সমুদ্রে (পানি) নির্গমনের সিদ্ধান্ত নিয়েছি।’
জানা গেছে, ৫০০টি প্রমাণ আকৃতির সুইমিং পুলের সমপরিমাণ এই পানিকে বিশুদ্ধিকরণ করা হয়েছে। তবে এর মধ্য থেকে ক্ষতিকর আইসোটোপ সরানোর জন্য পুনরায় ফিল্টার করার প্রয়োজন। এছাড়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই বিপুল পরিমাণ পানিকে বিশেষ প্রক্রিয়াকরণের (ডাইলুট) মধ্য দিয়ে যেতে হবে।
এদিকে, জাপানের এ সিদ্ধান্ত ‘কোনোভাবেই মানা সম্ভব না’ বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এ বিষয়ে দাফতরিক অভিযোগ করা হবে বলেও জানায় দক্ষিণ কোরীয় প্রশাসন।
ইতোমধ্যে বিষয়টি নিয়ে জনগণের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সিউলে জাপান দূতাবাসের সামনে প্রতিবাদে শামিল হন কিছু মানুষ। তারা জাপানের এ সিদ্ধান্তকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপানের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জাপান।
এ বিষয়ে এক পিটিশনে জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে ১ লাখ ৮৩ হাজার ৭৫৪ জন মানুষের সই নিয়েছে সংগঠনটি।