আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ঘূর্ণিঝড় এবং এর প্রভাবে ভারি বৃষ্টিপাত ও বন্যায় মারা গেছে কমপক্ষে ১১ জন। তিনজন এখনো নিখোঁজ রয়েছে।
জাপানের বার্তাসংস্থা এনএইচকে-এর অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জাপানের আইওয়েট অঞ্চলে (প্রিফেকচার) ঘূর্ণিঝড় ‘লায়নরক’ আঘাত আনে। এটি সেদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হয়। এর প্রভাবে এ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত থেকে সৃষ্টি হয় হঠাৎ বন্যা।
বুধবার সকালে আইওয়েট অঞ্চলের বন্যাদুর্গত আইওয়াইজুমি এলাকা পরিদর্শনে বের হয় পুলিশ। একটি বৃদ্ধাশ্রমে নয়জনকে মৃত পড়ে থাকতে দেখেন তারা।
পুলিশ এসব বয়স্ক লোকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই বৃদ্ধাশ্রমের বাসিন্দা ছিলেন।
শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী থেকে এক প্রবীণ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইওয়েট অঞ্চলের কুজি শহরের একটি বাড়ি থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নদী উপচে বাড়ি প্লাবিত হওয়ার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হোক্কাইডোতে বানের জলে তিনজন ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধান করেও এখনো পাওয়া যায়নি।
জাপানের ভূমি ও অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার বিকেল ৫টার দিকে হোক্কাইডো, আইওয়েট ও আমোরি অঞ্চলে ১৭টি নদীর পানি প্লাবিত হয়ে জনপদে ঢুকে পড়ে।
বন্যা ও রাস্তা ধসে যাওয়ায় কয়েকটি এলাকার লোকজন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।