আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ওকিনাওয়া দ্বীপের উপকূলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতের এ দুর্ঘটনায় বিমানের পাঁচজন ক্রু আহত হলেও তারা প্রাণে বেঁচে গেছেন। বিধ্বস্ত বিমানটি খণ্ড খণ্ড হয়ে যায়।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এ দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিরোধিতা করে আসছিল বাসিন্দারা। মার্কিন বাহিনীর ওসপ্রে শ্রেণির এই বিমানগুলো দুর্ঘটনাপ্রবণ। এর নিরাপত্তা রেকর্ডও ভালো নয়।
ওসপ্রে শ্রেণির বিমান বিশেষভাবে তৈরি। হেলিকপ্টার ও বিমানের ধারণার সমন্বয় করে তৈরি ওসপ্রে শ্রেণির সামরিক বিমান। গত বছর হাওয়াই দ্বীপে বেশ কয়েকবার দুর্ঘটনায় পড়ে কয়েকটি বিমান, মারা যান দুজন পাইলট।