জাপানে শক্তিশালী ভূমিকম্প এর আঘাত

ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্প এর তীব্রতা ছিল ৬.১ । তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। বৃহস্পতিবার ভোরে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা য়ায় স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।

ভূপৃষ্ঠের ২৫ দশমিক চার কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিও’র পূর্বের চিবা অঞ্চলের হাসাকির প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণপূর্ব সমুদ্রোপকূলের কাছে। জাপানের আবহাওয়া সংস্থা তাদের ওয়েবসাইটে জানায়, এ ভূমিকম্পে সুনামির কোনো ঝুাঁকি নেই। তারা আরো জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক এক।

এদিকে, সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর ৪টা ৪৭মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি বৃহত্তর টোকিও অঞ্চলে অনুভূত হয়। এতে কেঁপে ওঠে টোকিও। তবে এখনো কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ২০১১ সালে জাপানের মিয়াগি অঞ্চলে রিখটার স্কেলে ৯.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামির ঘটনায় ফুকুশিমা পরমাণু কেন্দ্র ধসে পড়ে এবং প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারান। এ ঘটনায় আরো আড়াই হাজারেরও বেশি মানুষকে খোঁজে পাওয়া যায়নি।

সূত্র: জাপান টাইমস।