নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।
নিহত শিউলি আক্তার (৪) জাফলংয়ের মোহাম্মদপুর গ্রামের শামীম আহমদের মেয়ে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তামাবিল থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫০২৭) জাফলংয়ের মোহাম্মদপুরে শিশু শিউলিকে চাপা দেয়। গুরুতর আহত শিউলিকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।