নিজস্ব প্রতিবেদক, সাভার : বিজিএমইএর ঘোষণায় আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া এলাকার ৫৯টি পোশাক কারখানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।
বতর্মানে জামগড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বন্ধ কারখানাগুলোর সামনে শ্রমিকরা জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা বাড়ি ফিরে যায়।
এদিকে ভোর ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিক আন্দোলনের স্বপক্ষে লিফলেট বিতরণের সময় বাদশা নামে এক যুবককে আটক করেছে আশুলিয়া থানার পুলিশ। তবে থানা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে র্যাব ও পুলিশ টহল দিচ্ছে।
অন্যদিকে আশুলিয়া ডিইপিজেড ও সাভার এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা সুষ্ঠুভাবে কাজ করছেন।


