জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। তাকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় মির্জা ফখরুল হাসপাতালে আসেন।

হাসপাতালে তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজ নেন। একইসঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।