জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরে উত্তপ্ত নির্বাচনী মাঠ

ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলাম মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের ঘটনায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। শহরের জিলা স্কুল বড় মাঠ সংলগ্ন এলাকায় স্থাপিত ওই বিলবোর্ড রাতের আঁধারে ছিঁড়ে ও ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন অভিযোগ করে বলেন, আমরা জানি কারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এখনো কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছি না। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটলে আমরা আর নীরব থাকব না। প্রমাণসহ দুষ্কৃতকারীদের আইনের হাতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে এখনো নির্বাচনের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। সদর উপজেলার আখানগর, সেনুয়া এলাকাসহ বিভিন্ন স্থানে তার কর্মী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে এবং ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলার অভিযোগও রয়েছে।

ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আমরা বিলবোর্ড স্থাপন করেছি। অথচ তা ভেঙে ফেলা হচ্ছে। অন্যদিকে বিএনপি আচরণবিধি লঙ্ঘন করে যত্রতত্র ব্যানার-ফেস্টুন টাঙালেও সেগুলো বহাল তবিয়তে রয়েছে। নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে বিলবোর্ড ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ সময় দেলাওয়ার হোসেন আরও বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ফেস্টুন বিকৃতির প্রভাব ফলাফলে পড়েছিল। ইনশাআল্লাহ, ঠাকুরগাঁওবাসীও দেখিয়ে দেবে—দুষ্কৃতকারী ও কাপুরুষদের পরাজয় অবশ্যম্ভাবী। আমরা নতুন কোনো স্বৈরাচার গড়ে উঠতে দেব না।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিলবোর্ড ভাঙচুরের ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।