
জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
বুধবার ভোরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নয়া মালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ১৫ জনকে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, উপজেলার গাইবান্ধা মৌজার ১ একর ৬০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মালপাড়া গ্রামের কামরুল হুদার সঙ্গে ছানু মিয়ার বিরোধ চলে আসছিল। ভোরে ছানু মিয়ার লোকজন ওই জমিতে ঘর তুলতে গেলে কামরুল হুদার লোকজন বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহত মজি মিয়া (৪৫), জয়নাল (৫০), হালিম (৪৫), আমিনুল (৩২), কল্পনা বেগম (২৫), বাবুল (৩৬), হাসানুন (৪৮), ছালাম (৪৫), শাহিন (২৭), আইফলসহ (২৮) ১৫ জনকে জামালপুর মেডিক্যাল কলেজ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, উভয় পক্ষকে নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকে বসেছিলাম। কিন্ত কোনো মীমাংসা করা যায়নি।