এম সুলতার আলম,জামালপুর প্রতিনিধি ঃ জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ উপজেলা থেকে মোট ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি তদন্ত কাজী শাহ্ নেওয়াজ জানান গত শনিবার রাতভর অভিযান চালিয়ে জেলা সদরসহ ৭ উপজেলার বিভিন্ন স্থান থেকে ৮৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভূক্ত পলাতক আসামী ও মাদক ব্যবসায়ী বলে তিনি জানান। গতকাল রবিবার গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।