জামালপুর সদরের নরুন্দিতে ৮০ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

ডা. আজাদ খান, ময়মনসিংহ: রবিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ০৮ঃ০০ ঘটিকার সময়ে এসআই মোঃ তারিকুজ্জামান এর নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম ও সঙ্গীও ফোর্স নিয়ে জামালপুর সদর  উপজেলার নরুন্দি ব্যাপারী পাড়ায় এক বিশেষ অভিযান চালিয়ে সাহিদা বেগম (৭০) নামের এক নারী মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। 
এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।  আটক সাহিদা বেগম ব্যাপারি পাড়ার শেখ ফদিরের স্ত্রী।  প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে সাহিদা বেগম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
 এস আই মোঃ তারিকুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে এবং চলবেই। আমরা নরুন্দিতে কোন প্রকার মাদক কারবারিকে রাখবো না।