জামালের বাড়ীর ভিতর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎতের তার (ভিডিও)

নজমুল হকঃ দক্ষিন খান মধ্য ফায়দাবাদ জামালের বাডীর ৩য় তলার বারান্দার ভিতর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎতের তার যে কোন মহুত্যে ঘটতে পারে বড় দরনের দূর ঘটনা। দেখার জন্য কেউ নেই। প্রত্যক্ষ দর্শী কফিল জানান আমাদের বদগম্য নয়। কি ভাবে রাজউক এই বাড়ীটি অনুমদোন দিলেন । বিদ্যুৎ বিভাগ ও কিছুই বলছেনা কেন। যে কোন সময় বিদ্যুৎএর তার ছিরে যদি বাড়ী ঘরের উপর পড়ে তাহলে দূরঘটনার শিকার হবে আশে পাশের অনেক ঘর বাড়ী । এ সকল বিষয় জামালের কাছে জানতে চাইলে তিনি জানান আমি রাজউক থেকে অনুমদোন নিয়েছি ও বিদ্যুৎ বিভাগে আবেদন করেছি। দেখেন বিদ্যুৎ বিভাগ থেকে প্লাষ্টিকের মোটা পাইপ বিদ্যুতের তারে জড়িয়ে দিয়ে গেছে বিদ্যুৎ বিভাগের লোক জন । ক্রাইম প্রেট্রোল বি ডির প্রতিনিধি নজমুল হক বিদ্যুৎতের সাবডিবিশন ইঞ্জিনিয়ার (এস/ও) মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে আমি কিছুই জানিনা। তবে এসও মনিরুন ইসলামকে বাড়ীর ভিডিও ফুটেজ দেখালে তিনি বলেন আমি বিষয়টি তদন্ত করে দেখব। পাশা পাশি তিনি আরও বলেন সাংবাদিকদের আর কোন কাজ নেই। আলতু ফালতু জিনিস নিয়ে গোরা গোরি করাই সাংবাদিকদের স্বভাব। বিস্তারিত অনুসন্ধান চলছে। চোখ রাখুন………..

ভিডিওঃ

https://youtu.be/bM0QvkllXw0