
মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
জামায়াতের দিনাজপুর জেলা আমীর আনোয়ারুল ইসলাম গতকাল শনিবার সকাল ১১ টায় বিরামপুর থেকে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নে তার বড় ছেলের শশুর বাড়ী পাঠানগঞ্জ গ্রামের মরহুম আবুল কাসেম মাস্টারের বাসায় যাবার পথে উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর বাজারের একটি চা-স্টল থেকে নবাবগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় তার সফরসঙ্গী পত্মীচাঁদ গ্রামের রফিকুল ইসলামের পুত্র রাজু আহম্মেদ (৩৫) কেও পুলিশ গ্রেফতার করে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আব্দুল হাকিম আজাদ জানান, নাশকতার পরিকল্পনা করার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো একটি চক্রান্ত বলে দাবী করেছেন গ্রেফতারকৃতদের পরিবার।