জামায়াত আমিরের ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি পদে পৌর জামায়াতের সাবেক আমিরের ছেলে এবং সাধারণ সম্পাদক পদে প্রতিমন্ত্রীর এপিএস নির্বাচিত হয়েছেন।

শনিবার দিনব্যাপী কাউন্সিল অধিবেশন শেষে রাতে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম। নয় সদস্য বিশিষ্ট পৌর ছাত্রলীগ কমিটিও অনুমোদন করা হয়।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম জাকারিয়া বুলবুল উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান সিংড়া পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির রওশন আরফিনের ছেলে। তিনি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আপন ভাগ্নে। আর নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন- উপজেলার কোনো পদে হাইব্রিড আসতে পারবে না। কিন্তু দ্বিতীয় অধিবেশনে তার বড় বোন ফাহমিদা আক্তার আঁখির (স্থানীয় আব্দুর রহিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক) ছেলে খালিদ হাসানকে সভাপতি ও এপিএস বকুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ভাগ্নেকে সভাপতি করার প্রতিমন্ত্রীর মনোভাব বুঝতে পেরে অন্য কেউ ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

খালিদ হাসান বলেন, তিনি ২০০৭ সালে উপজেলা ছাত্রলীগের কর্মী এবং ২০১১ সালে পৌর ছাত্রলীগের নির্বাহী সদস্য ছিলেন। অপরদিকে বকুল স্বীকার করেন যে, তিনি গত এক বছর প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করছেন।