আল-আমীন মেহেরপুর: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাশেমের ফাঁসি কার্যকর হওয়ায় মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিষ্টি বিরতণ করেছেন। গতকাল সকালে গাংনী উপজেলা ছাত্রলীগ শহরের বাসস্ট্যান্ড চত্বরে মিষ্টি বিতরণের আয়োজন করে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,গাংনী পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইন্তাদুল হক ইন্তা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আসাদুল হক,ছাত্রলীগ নেতা রিন্টু মিয়া,সিঙ্গাপুর স্বেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল দেওয়ান।
এসময় বক্তব্য রাখেন,ছাত্রলীগ নেতা রাজ উদ্দীন রাজু,ওয়াজ্জেল হক,ওয়ালিদ আল-জাবির প্লাবন,আসিক ইকবাল অনিক,শিমুল হোসেন,রিসাদ,হিরোক খান ও আহমেদ রেজা প্রমুখ।