জামায়াত নেতা শাহজাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িত জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, এর আগে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (১৫ মে) ভোরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।