জামায়াত প্রভাবিত প্রশাসনের কারণে সংখ্যালঘুরা ন্যায়বিচার পাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক : জামায়াত প্রভাবিত প্রশাসনের কারণে সংখ্যালঘুরা ন্যায়বিচার পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।  রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নাসিরনগর ও গোবিন্দগঞ্জের সাম্প্রদায়িক সন্ত্রাস এবং রোহিঙ্গা শরণার্থীজনিত নিরাপত্তা সংকট’ সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, ‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াতের উপস্থিতি ও প্রচলিত আইনের সীমাবদ্ধতার কারণে সহিংসতার সঙ্গে জড়িতদের বিচার হচ্ছে না। ন্যায়বিচার পাচ্ছে না নির্যাতিত সংখ্যালঘুরা।’  শাহরিয়ার কবির বলেন, “আমরা ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নসহ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং আলাদা সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো অগ্রগতি হয়নি। জামায়াত প্রভাবিত প্রশাসনের কারণে ২০১২ সালে রামুতে সংঘটিত সাম্প্রদায়িক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়নি। হামলাকারী যে দলেরই হোক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করেছিলাম। দাবি করেছিলাম তাদের সম্পত্তি যেন বাজেয়াপ্ত করা হয়। কিন্তু কোনোটাই তো হয়নি। বরং তারা পুলিশের দুর্বল চার্জশিটেরে কারণে সবাই জামিনে বেরিয়ে গেছে। হামলার শিকাররা মামলা প্রত্যাহারও করে নেয়। আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে।’  তিনি বলেন, ‘গোবিন্দগঞ্জে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি শামসুল হুদার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি ও ১৮ সদস্যের জেলা কমিটি পাঠিয়েছিলাম। সেখানে গণশুনানি করেছি। হামলার শিকারদের নগদ অর্থ সহায়তা ও কম্বল বিতরণ করেছি।’  ‘নাসিরনগরে মাদ্রাসা থেকে মৌলবাদীরা ও হেফাজতিরা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছে। ব্যবহার করেছে বিএনপি ও আওয়ামী লীগকে,’ বলেন তিনি।  হিন্দু-মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাহরিয়ার কবির বলেন, ‘জামায়াত ও পাকিস্তান মিলে রোহিঙ্গাদের ব্যবহারের চেষ্টা করছে। জামায়াত রোহিঙ্গাদের তালিকা করে জিহাদের তালিকায় অন্তর্ভুক্ত করছে। ২০০৬ সালে এরকম ১৭টি জিহাদি সংগঠনের কথা প্রকাশ করা হয়েছিল।’  বিচারপতি শামসুল হুদা বলেন, ‘নাসিরনগর-গোবিন্দগঞ্জের ঘটনার নেপথ্যে কারণ উদ্বেগজনক। গোবিন্দগঞ্জের হামলায় এমপি ও চেয়ারম্যানের জড়িত থাকার বিষয়টি ছিল স্পষ্ট। আবু হোসেন সরকারের আমলে যে চুক্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে- আখ চাষ না হলে সে জমির মালিকদের ফেরত দিতে হবে। কিন্তু দেওয়া হচ্ছে না।’  বাগদা ফার্মের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা কি বাংলাদেশ-ইন্ডিয়ার বর্ডার, যে তারকাঁটা দিয়ে বেড়া দিতে হবে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। ওই এলাকায় বর্তমান এমপির ১৫টি পুকুর রয়েছে, তা কীভাবে হয়?’  ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আরমা দত্ত, কলামিস্ট মাহবুবুর রশিদ, লেখক আলী আকবর।