জামিন শুনানি স্থগিত, আজ দুপুরে আবার শুরু

বিনোদন ডেস্কঃ মুম্বাইয়ের বিশেষ আদালত মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ানের দায়ের করা জামিন আবেদনের শুনানি করেছেন। দীর্ঘ সময় ধরে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন শোনেন বিশেষ আদালত। তবে, আদালত বৃহস্পতিবার পর্যন্ত শুনানি স্থগিত করেছেন।

জানা গেছে, আজ দুপুরে আবার শুনানি শুরু হবে। অতএব, আরিয়ানকে আরও অন্তত এক রাত কারাগারে কাটাতে হবে।

এর আগে, সোমবার আদালত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে বুধবার আরিয়ানের জামিন আবেদনের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। এনসিবি বুধবার আদালতে আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেছে।

আরিয়ানের আইনজীবী অমিত দেশাই জামিনের আরজির শুনানিতে আদালতকে জানান, আরিয়ান ওই ক্রুজের ভেতর ছিলেন না, যেখানে তল্লাশি চালায় এনসিবি। তাঁর মক্কেল আরিয়ান খানকে ক্রুজের গেট থেকেই আটক করে এনসিবি। আরিয়ানের সঙ্গে ছিল আরবাজ মার্চেন্ট।

এসময়ে তাঁদের প্রশ্ন করলে, আরবাজ স্বীকার করে নেয় তাঁর কাছে মাদক আছে। আদালতে আরিয়ান খানের জামিনের বিরোধিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। তাদের দাবি, আরিয়ান খান এবং অন্য অভিযুক্তদের আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগাযোগ আছে। ইতিমধ্যেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে উপযুক্ত তথ্য-প্রমাণ হাতে এসেছে তাঁদের।

এর আগে ২ অক্টোবর রাতে এনসিবি মুম্বাই উপকূলে একটি প্রমোদতরিতে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে এনসিবি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে শাহরুখপুত্রসহ এ পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাঁরা আর্থার রোডের জেলে আছেন। গত সপ্তাহে ম্যাজিস্ট্রেট কোর্টে খারিজ হয়েছিল শাহরুখ খান পুত্রের জামিনের অবেদন।