
আন্তর্জাতিক ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আরও ৫ হাজার ৩২৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মারা গেছেন আরও ২৬৬ জন।
দেশটির রবার্ট কখ ইনস্টিটিউটের বরাত দিয়ে শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
জার্মানিতে এখন পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৫২৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২ হাজার ৩৭৩ জন।