আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বার্লিনে ট্রাকচাপায় ১২ জন নিহত হয়েছেন। একটি জনাকীর্ণ ক্রিস্টমাস বাজারে এ ট্রাকচাপার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৪৫ জন।
বাজারটি কুরফুয়েরস্টেনডামের কাছে ব্রেইটশেইদপ্লাজে অবস্থিত।
বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রিয়াস গিজেল বলেন, এটি দুর্ঘটনা নাকি হামলা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল স্বরাষ্ট্রমন্ত্রী ও বার্লিনের মেয়রের সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে তার মুখপাত্র স্টেফেন সেইবার্ট এই টুইটার বার্তায় জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা শোকাহত। আশা করছি, আহতরা দ্রুত আরোগ্য লাভ করবেন।’
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে সমেবত জনতার ওপর ট্রাক হামলা চালানো হয়। ওই হামলায় শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়।