ক্রীড়া ডেস্ক: জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ অপ্রতিরোধ্য। তবে চ্যাম্পিয়নস লিগে এ দলটিকে আবারও হারিয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল রাতে ভিসেন্তে ক্যালদেরনে বাভারিয়ানদের সঙ্গে হাড্ডাহা্ড্ডি লড়াইয়ে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।
গত মৌসুমে ঘরের মাঠ ক্যালদেরনে চ্যাম্পিয়ণস লিগের ম্যাচে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছিল অ্যাটলেটিকো। গতকাল চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘ডি’ এর ম্যাচে একই মাঠে মুখোমুখি হয়েছিল দু’দল। এবারও অতিথি বাভারিয়ানদের ছেড়ে কথা বলেনি অ্যাটলেটিকো মাদ্রিদ।
চেনা কন্ডিশনে ম্যাচের প্রথমার্ধে ইয়ানিক ফেরেইরা ক্যারাসোয়ের গোলেই এগিয়ে যায় দলটি। ম্যাচের ৩৫ মিনিটে ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমানের সহায়তায় গোল করে দলকে এগিয়ে দেন ক্যারাসোয়ের। ম্যাচের বাকি সময়ে নিজেদের সেরাটা দিয়ে গোলের শোধ দিতে পারেনি কার্লো আনচেলত্তির বায়ার্ন।
অবশ্য এ সময় নিজেদের ব্যবধান দিগুণ করার সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। ম্যাচের ৮৪ মিনিটে প্রায় নিশ্চিত গোলের সুযোগ পেনাল্টি মিস করায় আর সম্ভব হয়নি। শেষপর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সিমিওনের অ্যাটলেটিকো।
এ জয়ের ফলে দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো। সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে বাসেলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। অ্যামিরেটস স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ এর ম্যাচে বাসেলের জালে দুটি গোলই করেছেন আর্সেনাল তারকা থিও ওয়ালকট।
আর জয়ে গ্রুপ ‘এ’ তে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই।