জাল জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে প্রধান শিক্ষক মেয়ের নামে উপবৃত্তির টাকা উত্তোলন পূর্বক আত্মসাত।

মোঃ ইসহাক জুয়েল, রির্পোটার: স্বাক্ষর জালজালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ভূয়া পিতার নাম ব্যবহার করে বরগুনা সদর উপজেলার ৭১ নং মধ্য সাহেবের হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ শিউলী আক্তার পপি নিজের মেয়ে সামিনা ঐশির পিতা মোঃ আসলাম হোসেন এর নাম গোপন করে ভুয়া লোক মোঃ লিটন নামের এক ব্যক্তিকে পিতা বানিয়ে স্বাক্ষর জাল ও দুর্নীতির মাধ্যমে ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তির টাকা এবং বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের জন্য সরকার কর্তৃক দেয়া বরাদ্ধ উত্তোলন পূর্বক আত্মসাতের অভিযোগ উঠেছে। বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরনকৃত উপবৃত্তির তালিকা প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ শিউলী আক্তার পপিকে চাহিত তথ্য সরবরাহের নির্দেশ দেয়া হয়। এ নির্দেশনার প্রেক্ষিতে প্রধান শিক্ষক ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রথম শ্রেনি থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা আবেদনকারীকে প্রদান করেন। প্রাপ্ত উপবৃত্তির তালিকা যাচাই করে দেখা যায়, ২০১৩ সালের উপবৃত্তির তালিকার ক্রমিক নং ০৮, সামিনা, মাতা: মোসাঃ পপি,পিতা: মোঃ লিটনকে ৩১ রোল নম্বরে ১ম শ্রেনি এবং ক্রমিক নং ৭০,রোল নং ২৩ এ তৃতীয় শ্রেনির ছাত্রী দেখিয়ে অগ্রণী ব্যাংক বরগুনা শাখার হিসাব নং ১৫১৮ এবং ২৫৫০ এর মাধ্যমে উপবৃত্তির টাকা উত্তোলন করা হয়েছে। একই প্রকিৃয়ায় ২০১৪ সালের উপবৃত্তির তালিকার ক্রমিক নং ৫৬, রোল নং ২৪ এ তৃতীয় শ্রেনির ছাত্রী। ব্যাংক হিসাব নং ৪৫৭৯। ২০১৫ সালের উপবৃত্তির তালিকার ক্রমিক নং ৭৯, রোল নং২২ এ ৪র্থ শ্রেণি হিসাব নং ১৫১৮ এবং ২০১৬ সালের ক্রমিক নং ০৫৩ তে সামিনা ঐশি, মাতা: শিউলী আক্তার, পিতা: মোঃ আসলাম। অভিভাবকের এনআইডি নং০৪২২৮০৯১৩৩৩৪৫ উল্লেখ করে ১৫১৮ নং ব্যাংক হিসেবের মাধ্যমে উপবৃত্তির টাকা উত্তোলন করা হয়েছে। তবে প্রধান শিক্ষক বুঝতে পারেন নাই যে, গত ০১/০১/২০১৭ তারিখের রূপালী ব্যাংক বরগুনা শাখার শিউর ক্যাশের জন্য তিনি যে উপবৃত্তির তালিকা প্রস্তুত করে পাঠিয়ে ছিলেন তার ক্রমিক নং ০৭৬ তে অভিভাবক হিসেবে নিজের নাম, মোবাইল নং এবং জাতীয় পরিচয় পত্রের শেষের ৩ সংখ্যা ৩৪৫ উল্লেখ রয়েছে। ২০১৬ সালের ভর্তি খাতার ক্রমিক নং ১ এ মোসাঃ সামিনা ঐশি, মাতা: মোসাঃ শিউলি আক্তার পপি, পিতার নাম মোঃ আসলাম উল্লেখ আছে। একাধিক ব্যাংক হিসেবের মাধ্যেমে এসব অর্থ উত্তোলন করা হয়।
২০১৩ সালের উপবৃত্তির তালিকার ক্রমিক নং ২৪ এ মোঃ মুবিন, মাতা: মোসা: হাওয়া,পিতা:মো: গিয়াস। ১ম শ্রেণি, রোল নং ১৮ ব্যাংক হিসাব নং ১৫৪৩। ক্রমিক নং ৫৪,২য় শ্রেণি, রোল নং ২০। ব্যাংক হিসাব নং ৪৫৯৭। ২০১৪ সাল ক্রমিক নং ৬৩, শ্রেণি ৩য়, রোল নং ০৭। ব্যাংক হিসাব নং৪৫৯৭। ২০১৫ সাল ক্রমিক নং ৬২, শ্রেণি ৩য়, রোল নং ১৫, হিসাব নং ১৫৩১। ২০১৬ সাল ক্রমিক নং ২৭, ৪র্থ শ্রেণি, রোল নং ১২, হিসাব নং ১৫৩২ এর মাধ্যমে উপবৃত্তির টাকা উত্তোলন করা হয়েছে। ২০১৩ সালের উপবৃত্তির তালিকার ক্রমিক নং ৩৩ মোসাঃ তামান্না, মাতা: মোসা: মায়া, পিতা: সোবাহান। ২য় শ্রেণি, রোল নং ৩৪, ব্যাংক হিসাব নং ৪৫৭৬। ক্রমিক নং ৬৮, ৩য় শ্রেণি, রোল নং ১৮, হিসাব নং ২৫৩৮। ২০১৪ সাল ক্রমিক নং ৮৪, শ্রেণি ৪র্থ, রোল নং১৭, হিসাব নং ২৫৩৮। ২০১৫ সাল ক্রমিক নং ৭৮, শ্রেণি ৪র্থ, রোল নং ১৯, হিসাব নং ২৫৩৮। ২০১৬ সাল ক্রমিক নং ৯৬, শ্রেণি ৫ম, রোল নং ১৪, হিসাব নং ২৫৩৮ এর মাধ্যমে উপবৃত্তির টাকা উত্তোলন করা হয়েছে। ২০১৩ সালের উপবৃত্তির তালিকায় সামিনা, মুবিন এবং তামান্নাকে ১ম ও ২য়, ২য় ও ৩য় শ্রেণির ছাত্র/ছাত্রী হিসেবে এবং একই শ্রেণিতে একাধিকবার অধ্যয়নরত দেখানো হয়েছে। কিন্তু প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় উন্নয়ন ১ অধিশাখা, সচিবালয় ঢাকা থেকে ২০১০ সালে জারিকৃত ২০ এপ্রিল ২০১৬ তারিখ এবং সর্ব শেষ ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে জারিকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী একই শ্রেণিতে একাধিকবার অধ্যয়নরত শিক্ষার্থী উপবৃত্তির সুবিধা পাবেনা। এবং ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তির টাকা উত্তোলন করা হলে জড়িত ব্যক্তিদের বিরদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন সহ অন্যান্য আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশনা রয়েছে। এলাকা সূত্রে জানা গেছে প্রধান শিক্ষক মোসাঃ শিউলী আক্তার পপি ক্লাষ্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজসে উপবৃত্তির তালিকায় ভূয়া শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করে অগ্রণী ব্যাংক বরগুনা শাখার উপবৃত্তি টাকা বিতরনকারী সিনিয়র অফিসারদের মাধ্যমে ভাগাভাগি করতেন। একই সাথে প্রধান শিক্ষক শিউলী আক্তার পপির স্বামীর ভাই স্থানীয় একটি পত্রিকার সম্পাদক হওয়ার সুবাদে ও রাজনৈতিক মহলের ফায়দা তুলে সরকার কর্তৃক বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের জন্য দেয়া বরাদ্ধকৃত টাকার ব্যয় ভাউচার বানিয়ে মোটা অংকের টাকা আত্মসাত করে আসছেন। এছাড়াও তিনি নিয়মিত বিদ্যালয়ে না এসে শিক্ষা অফিসে যাতায়াত করেন। কখনও বেলা ১১, ১২ টার পর বিদ্যালয়ে আসেন বলে অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী ছাত্র/ ছাত্রীদের অভিভাবকের।
অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক মোসাঃ শিউলী আক্তার পপির সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে কান্না জড়িত কন্ঠে আলোর জগতকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে এরকম ভুল ত্রæতি হতেই পারে। বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এম এম মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি আলোর জগতকে বলেন, ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তির অর্থ উত্তোলন পূর্বক আত্মসাৎ করা হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ অন্যান্য আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশনা রয়েছে পরিপত্রে। প্রমান পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।