নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কোষাধ্যক্ষ আইয়ুব আলীর মা আবেদা খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন ও স্বজনদের সমবেদনা জানান।
শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি রাজশাহীতে আবেদা খান ইন্তেকাল করেন। বয়স হয়েছিল ৮০ বছর। তার পুত্র আইয়ুব আলী জাসদের কোষাধ্যক্ষের পাশাপশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।