জাহরা শাহবাজ তাবারিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের আদালত

ইরানে ৬৭ বছর বয়সী নারী রাজনৈতিক বন্দি জাহরা শাহবাজ তাবারিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির বিপ্লবী আদালত।

ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে এমন গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে এ সাজা দেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি।

এজেন্সির তথ্যমতে, জাহরার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে নির্বাসিত বিরোধী গোষ্ঠী মুজাহেদিন-ই-খালক-এর সঙ্গে সম্পৃক্ত থাকার। তবে তার পরিবার অভিযোগ অস্বীকার করে বলেছে, এসব সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।

গত সপ্তাহে ইরানের রাশত শহরের বিপ্লবী আদালতের প্রথম শাখার বিচারক আহমাদ দারবিশ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রায় ঘোষণা করেন। পুরো শুনানি চলে মাত্র ১০ মিনিটেরও কম সময়। পরিবারের দাবি, এটি ছিল সম্পূর্ণ ‘নাটকীয় ও বেআইনি বিচার’।

জাহরার পক্ষে কোনো স্বাধীন আইনজীবী ছিল না। তার ছেলে জানিয়েছেন, আদালতনিযুক্ত আইনজীবী কোনো যুক্ততর্ক দেননি; বরং রায়ের সঙ্গে একমত হয়ে স্বাক্ষর করেছেন। ‘পুরো প্রক্রিয়াটাই ছিল সাজানো এক প্রদর্শনী,’ বলেন তিনি।

৬৭ বছর বয়সী এই প্রকৌশলীকে ১৭ এপ্রিল রাশতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। নিরাপত্তা বাহিনী তখন তার বাড়িতে তল্লাশি চালিয়ে পরিবারের বেশ কিছু জিনিসপত্র জব্দ করে।

মামলার তথ্যে দেখা গেছে, তার বিরুদ্ধে যে প্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা হলো—একটি কাপড়ের টুকরো যাতে লেখা ছিল ‘নারী, প্রতিরোধ, স্বাধীনতা’ এবং একটি প্রকাশ না করা ভয়েস মেসেজ। পরিবারের দাবি, এতে কোনো সংগঠিত বা সশস্ত্র কর্মকাণ্ডের ইঙ্গিতই নেই।

জাহরার পরিবার জানায়, রায় ঘোষণার সময় বিচারক হাসছিলেন—এটিকে তারা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। সাত দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন এবং ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।