
জ্যেষ্ঠ প্রতিবেদক : রোববার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত ‘শিপ ইমিশন কন্ট্রোল আন্ডার মার্পোল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
দেশে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণের পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের জলসীমায় অভ্যন্তরীণ এবং বিদেশগামী জাহাজ থেকে নিঃসরিত কার্বন ডাই-অক্সাইড পরিবেশের ক্ষতি করছে। দেশে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণের পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
সামুদ্রিক পরিবেশ দূষণ রোধে আন্তর্জাতিক নৌ পরিবহন সংস্থার নিয়ম মেনে সার্বিক কার্যক্রম গ্রহণের দিক নির্দেশনা দেন নৌ পরিবহনমন্ত্রী।
এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুস সামাদ, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডের এম মোজাম্মেল হক, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডের সৈয়দ আরিফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।