
আন্তর্জাতিক ডেস্ক : এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাত হাজার ৯১১ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে রেকর্ড করা হয়েছে। তবে গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৭০ হাজার ৫৩৫ জন। চলতি বছর এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত বছর আটজনের মৃত্যু হয়েছে জিকায় আক্রান্ত হয়ে।
২০১৫ সালের নভেম্বরে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল ব্রাজিল। মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত প্রসূতিদের সন্তান ছোট মাথা নিয়ে ভূমিষ্ঠ হতো। ব্যাপক হারে ছড়িয়ে পড়ার কারণে ২০১৬ সালে ব্রাজিলের অলিম্পিক আয়োজনও হুমকির মুখে পড়েছিল।
জিকা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে ব্রাজিল। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জিকা ভাইরাসে আক্রান্তের হার গত বছরের একই সময়ের তুলনায় ৯৫ শতাংশ কমেছে। গত বছরের নভেম্বরে অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্রাজিলের ওপর থেকে আন্তর্জাতিক জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছিল।