জিকোর পাশে বসেছেন নেইমার

জাতীয় দলের জার্সিতে নেইমারের মোহনীয় ফুটবল ক্যারিশমা চলছেই। আজ সকালে তার দ্বিতীয়ার্ধের গোলেই বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

 

আর এই ম্যাচে ব্রাজিলের জয়সূচক গোলটি করে কিংবদন্তি জিকোর পাশে বসেছেন নেইমার। প্রাক্তন মিডফিল্ডার জিকোর সঙ্গে যৌথভাবে ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন বার্সেলোনা ফরোয়ার্ড।

 

ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই মিরান্ডার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ৩৬ মিনিটে মারকুইনহোসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বিয়া। তবে ৭২ মিনিটে নেইমারের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

 

ব্রাজিলের জার্সিতে ৭২ ম্যাচে নেইমারের গোল এখন ৪৮টি। ১৯৭৬ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ৭১ ম্যাচে জিকোও গোল করেছিলেন ৪৮টি।

 

জিকো-নেইমারের ওপরে আছেন কেবল রোমারিও (৫৫ গোল), রোনালদো (৬২ গোল) ও পেলে (৭৭ গোল)। বয়স তো কেবল ২৪, নেইমারের পক্ষে তাই তিনজনকেই ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ।

 

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল :

খেলোয়াড়                       গোল

পেলে                             ৭৭

রোনালদো                       ৬২

রোমারিও                        ৫৫

জিকো, নেইমার                 ৪৮

বেবেতো                          ৩৯

রিভালদো                        ৩৫

জায়েরজিনহো, রোনালদিনহো ৩৩

আদেমির, তোস্তাও:             ৩২