
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর একদল যুবক হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করার সময় শিক্ষার্থীদের ওপর এ হামলা চালানো হয়। হামলাকারী যুবকরা ছাত্রলীগের বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকা দিয়ে যাওয়া পথচারীদেরকেও পেটানো হয়েছে। মোবাইল ফোনে হামলার ছবি যারা তুলছিল তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে হামলাকারী যুবকরা।
এ বিষয়ে জানতে ধানমন্ডি থানার ওসির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে হলে তিনি ফোন ধরেননি।