জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে

নিজস্ব প্রতিবেদক : চলতি (২০১৬-১৭) অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি অডিটোরিয়ামে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে যে ধারা চলমান আছে তাতে লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশের বেশির চেয়ে কম হবে না। তবে এজন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে।’

মন্ত্রী বলেন, ‘জিডিপির ১ শতাংশ প্রবৃদ্ধি করতে হলে প্রয়োজন জিডিপির ৪ শতাংশ বিনিয়োগ। বিনিয়োগ ছাড়া কিছু আশা যায় না। আবার বিনিয়োগ কিছুটা কম হলেও প্রবৃদ্ধি অর্জনে মানবসম্পদ সূচক আমাদের বাড়াতে হবে। বর্তমানে আমাদের বিনিয়োগ হার জিডিপির ৩০ শতাংশ।’

এ সময় পরিকল্পনা সচিব তারিক উল ইসলাম, সদস্য ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।