জিততে বাংলাদেশের চাই ২৮৬

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।

জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৮৬ রান।

চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিততে পেরেছে বাংলাদেশ, ২০০৯ সালে গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চতুর্থ ইনিংসে ২৮৬-এর বেশি রান তিনবার করেছে বাংলাদেশ, কিন্তু হেরেছে তিনবারই।

এই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে চতুর্থ ইনিংসে ৫১৩ রান তাড়া করতে নেমে ৩৩১ রান করেছিল বাংলাদেশ। ইংল্যান্ডকে প্রথমবার টেস্টে হারাতে তেমন ব্যাটিং এবার করতে পারবে স্বাগতিকরা?

আগের দিনের ৮ উইকেটে ২২৮ রান নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। তবে এদিন ২০ মিনিটের মধ্যে ১২ রানে ইংল্যান্ডের শেষ ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

দিনের দ্বিতীয় ওভারেই সাকিবের বলে রানআউটে কাটা পড়েন ব্রড। তার ব্যাট থেকে আসে ১০ রান। এরপর তাইজুল ইসলামের বলে গ্যারেথ ব্যাটি এলবিডব্লিউ হলে দ্রুতই অলআউট হয়ে যায় সফরকারীরা। ১৯ রানে অপরাজিত ছিলেন ক্রিস ওকস।

দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ৪১ রানে ২ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১০৫.৫ ওভারে ২৯৩ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৬ ওভারে ২৪৮ (তামিম ৭৮, মুশফিক ৪৮, মাহমুদউল্লাহ ৩৮, সাকিব ৩১, ইমরুল ২১, সাব্বির ১৯; স্টোকস ৪/২৬, মঈন ৩/৭৫, রশিদ ২/৫৮, ব্যাটি ১/৫১)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৮০.২ ওভারে ২৪০ (স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*; সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, রাব্বি ১/২৪ মিরাজ ১/৫৮)।