ক্রীড়া প্রতিবেদক : এটা মেহেদী হাসান মিরাজ নয়, মেহেদী মারুফ। ডানহাতি এ ব্যাটসম্যানের ঝড়ে বিপিএলের প্রথম ম্যাচে জিতল ঢাকা ডায়নামাইটস। ৪৫ বলে ৭৫ রানের ইনিংস খেলে ঢাকাকে একাই জিতেয়েছেন টাঙ্গাইলের ক্রিকেটার। বরিশাল বুলসের দেওয়া ১৪৯ রান তাড়া করতে নেমে ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে এবারের বিপিএলে হট ফেবারিট ঢাকা ডায়নামাইটস।
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই মেহেদী মারুফ ছিলেন আক্রমণাত্মক। দ্বিতীয় বলে জাতীয় দলের পেসার আল-আমিনকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান। আল-আমিনের পরের ওভারের দ্বিতীয় বলে দর্শকদের মাথায় হাত! আল-আমিনের মিডল স্ট্যাম্পের উপরের বল ডিপ মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকান মেহেদী। মেহেদীর ব্যাট ছুঁয়ে আসা বল পূর্ব গ্যালারির আপার গ্যালারির (জায়ান্ট স্ক্রিনের) খুব কাছে গিয়ে পড়ে। এত বড় ছয় মিরপুরে এর আগে কেউ দেখেনি! দারুণ ব্যাটিংয়ের ধারাবাহিকতায় ৩০ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। এরপরও থামানো যায়নি মেহেদীকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয় উপহার দেয় ঢাকার সমর্থকদের। শেষ পর্যন্ত ৫ চার ও ৫ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেই ড্রেসিং রুমে ফিরেন ২৮ বছর বয়সি এ ক্রিকেটার। ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে। মেহেদী এক পাশে খেলে গেলেও সাজঘরে ফিরেন কুমার সাঙ্গাকারা (৩০) ও সাকিব আল হাসান (২০)।
এর আগে শুরুটা ভালো হয়নি বরিশালের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে ৩ উইকেট হারায় বরিশাল। চতুর্থ উইকেটে পাল্টে যায় দৃশ্যপট। ৮২ রানের জুটি গড়েন শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিম। দু’জনই ছিলেন অসাধারণ। দু’জনই তুলে নেন হাফসেঞ্চুরি। শাহরিয়ার নাফীস ৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে সাজঘরে ফিরলেও মুশফিকুর রহিম ৫০ করে অপরাজিত থাকেন। তাদের হাত ধরেই ৬ উইকেটে ১৪৮ রানের জুটি গড়ে ঢাকা ডায়নামাইটস। মুশফিকুর রহিম ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান।