
নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৩৭ হাজার ৯৬৯ জন। এর মধ্যে জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ছেলেদের মধ্যে (ছাত্র) ২০ হাজার ৫৩৫ জন এবং মেয়েরা (ছাত্রী) ১৭ হাজার ৪৩৪ জিপিএ ৫ পেয়েছেন ।
এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করেন।
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। দুপুর থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান এবং যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।