রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল বেঙ্গল ব্লুবেরিতে ‘গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্সের (জিবিএ)’ উদ্যোগে একটি উচ্চপর্যায়ের ক্লোজ-ডোর পলিসি ডায়ালগ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নীতিনির্ধারক, গবেষক, প্রযুক্তিবিদ এবং অর্থনৈতিক বিশ্লেষকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। টেকসই উন্নয়ন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে সুপরিকল্পিত নীতি প্রয়োজন।
সেমিনারে সভাপতিত্ব করেন দেশ ও বিদেশের পরিচিত প্রবীণ ব্যক্তিত্ব মাহিদুর রহমান। তিনি স্পষ্টভাবে জানান, এ পলিসি ডায়ালগ কোনো রাজনৈতিক প্রচারণার মঞ্চ নয়; বরং এটি একটি দায়িত্বশীল, গঠনমূলক ও ভবিষতমুখী আলোচনার প্ল্যাটফর্ম।
জিবিএর প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ সোহেল জানান, সংগঠনটি যুক্তরাষ্ট্রে মাত্র ৩-৪ মাস আগে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি অরাজনৈতিক ও গবেষণাভিত্তিক সংগঠন। প্রধান সমন্বয়কারী ও ‘স্কুল অব লিডারশিপের’ প্রতিষ্ঠাতা ড. নয়ন বাঙালি বলেন, বিশ্ব দরবারে সম্পর্কের সেতুবন্ধন মূলত প্রবাসে বসবাসরত বাংলাদেশিরাই গড়ে তোলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক ও জিবিএর কো-চেয়ারম্যান মিজান চৌধুরী। তিনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে ‘আমাজন ইকোনমি’, ‘কর্মসংস্থান উন্নয়ন’, ‘ইউএস-বাংলাদেশ ককাস’ এবং ‘বৈশ্বিক আউটসোর্সিং’ এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব প্যানেল আলোচনায় অংশ নেন আহমেদ সোহেল, নাভিদ, মো. মনিরুজ্জামান এবং মুনাফ। প্যানেল সেশনগুলো পরিচালনা করেন কাওসার চৌধুরী, মুহাম্মদ ফয়েজ কাউছার এবং সরকার জিয়া উদ্দিন আহাম্মদ।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে মডারেট করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনিম এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মজলিস। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনটি সম্পূর্ণভাবে তথ্যভিত্তিক এবং যুক্তরাষ্ট্রের আইন ও কমপ্লায়েন্স নীতিমালা অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশি ও দেশের নীতিনির্ধারকদের মধ্যে এ ধরনের গঠনমূলক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


