ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান কোচ হলেন দেশটির প্রাক্তন অলরাউন্ডার হিথ স্ট্রিক। গত জুনে বরখাস্ত হওয়া ডেভ হোয়াটমোরের স্থলাভিষিক্ত হলেন বাংলাদেশের প্রাক্তন এই বোলিং কোচ।
জিম্বাবুয়ের প্রধান কোচের পদে কাজ করতে আগ্রহী ছিলেন দেশটির প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ব্লিগনট এবং দক্ষিণ আফ্রিকার পিটার কারস্টেন ও জাস্টিন সামন্সও। তারা তিনজনই গত বুধবার এই চাকরির জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত স্ট্রিককেই বেছে নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
স্ট্রিকের প্রধান দায়িত্ব হবে জিম্বাবুয়েকে ২০১৯ সালের বিশ্বকাপে তোলা। একই সঙ্গে তিনি আইপিএলের দল গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্বও পালন করে যাবেন।
হোয়াটমোর বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকান প্রাক্তন পেসার মাখায়া এনটিনি বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বলে আশা করা হচ্ছে। আরেক দক্ষিণ আফ্রিকান ল্যান্স ক্লুজনার ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করবেন।