কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল হস্তান্তর করা হয়।
‘জি’ ইউনিটের সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেনের নেতৃত্বে মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জাকারিয়া রহমান, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিতি থেকে ফল উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
মঙ্গলবার দুই শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় ৩০০টি আসনের বিপরীতে ৮ হাজার ৩২৭টি আবেদনপত্র জমা পড়ে। ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।