জীবনটা একটা রঙের বাক্সের মতোই। আবেগগুলো সেখানে যেন এক একটা রং। যেমন যেমন রং জুড়তে জুড়তে যাবেন জীবনের রংটাও ঠিক তেমনভাবেই বদলাবে। হাসিকে যদি উজ্জ্বল কোনও রং ধরে নিতে পারি তা হলে ওই বাক্সে খানিক হাসি যুক্ত করতে পারলেই জীবনটাও উজ্জ্বল হয়ে যায়। আবার কান্নার মতো ফ্যাকাশে রং জীবনটাকে ম্লান করে তোলে। অনেকটা সে রকম ভাবেই আমাদের চারপাশের রং দেখেও পড়ে ফেলা যায় মনকে। বোঝা যায় আপনি চূড়ান্ত অবসাদগ্রস্ত, নাকি ফুরফুরে মেজাজে আছেন না কি কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তায় বুঁদ হয়ে আছেন! এখনই একবার পরীক্ষা করে দেখে নিন কী চলছে আপনার অবচেতন মনে? প্রতিটা ছবি থেকে কোন রং সবথেকে বেশি আপনার দৃষ্টি আকর্ষণ করছে নোট করুন, উত্তরটা শেষে পাবেন।