
বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ভোট দিলেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জীবনের প্রথম ভোট দিয়েছেন এ অভিনেত্রী। সঙ্গে আলাপকালে এমনটাই জানান পরী।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করলাম। এর আগে কোনো নির্বাচনে ভোট প্রদান করিনি। বিষয়টি খুব উপভোগ করেছি।’
আজ দুপুর সোয়া ২টার দিকে ভোট দিতে ভোট কেন্দ্রে প্রবেশ করেন পরী। কোনো স্বজনপ্রীতি নয় যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিএফডিসি-তে শুরু হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছে মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনতাজুর রহমান আকবর, নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহিদুল হারুন এবং আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম।