
বিনোদন ডেস্কঃ আজ জন্মদিন বলিউডের অন্যতম অভিনেত্রী ভাট পরিবারের কন্যা আলিয়া ভাট। আলিয়া নানা সময় নানান রূপে বড় পর্দায় কাঁপিয়েছে। এবার নতুন কিছু আসবেন আলিয়া ভাট। তাকে দেখা যাবে নতুন এক রূপে। তার জীবনের বিশেষ এই দিনেই কিনা ফিরছেন সীতা রূপে।
এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘আরআরআর’ (থ্রি আর)-এর পোস্টারে আলিয়ার এই উপস্থিতি। এতে দেখা যাচ্ছে সীতার সাজে সেজেছেন এই তারকা, যা দেখে চমকে গেছেন তার ভক্তরা।
পোস্টারটি প্রথম টুইট অ্যাকাউন্টে শেয়ার করেন আলিয়া। সেখানে দেখা যায় একটি সবুজ শাড়ি পরে অনেক প্রদীপের পাশে বসে আছেন তিনি। কানে ঝুলছে ঝুমকা আর মাথায় শোভা পাচ্ছে ম্যাং টিক্কা।
শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘আমাদের সকলের প্রিয় সীতা।’ এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে ছবিটি।
এ বছরই সিনেমাটির শুটিং শুরু করেন আলিয়া। এতে আলিয়া ছাড়াও রয়েছেন দুই বড় তারকা অজয় দেবগন ও রাম চরণ। চলতি বছরের শেষ দিকেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
এদিকে জানা যায়, প্রেমিক রণবীর কাপুর করোনায় আক্রান্ত হওয়ায় জন্মদিনের সব আয়োজন স্থগিত করে দিয়েছেন আলিয়া ভাট। জন্মদিনে এবার কোনো ঘরোয়া পার্টিও করছেন না তিনি।